সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূঁইয়াকে মঙ্গলবার দুপুরে গুলি করে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার নয়াপুর বাজার এলাকায় তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়ে হত্যার চেষ্টা চালানো হয়। এ ঘটনায় হুমায়ুন কবির ভূঁইয়া বিকালে বাদী হয়ে সোনারগাঁ থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার নয়াপুর বাজারে মঙ্গলবার দুপুরে তিনি আল আরাফাহ ব্যাংকে জমি বিক্রির টাকা জমা দেন। পরে দ্বিতীয়তলা থেকে রাস্তায় নেমে আসলে তিনটি মোটরসাইকেলযোগে ছয় যুবক এসে চার রাউন্ড গুলি ছুড়ে তাকে হত্যার চেষ্টা চালায়।
হুমায়ুন কবির ভূঁইয়ার অভিযোগ, জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হামীম শিকদার শিপলুর ভাতিজা তায়েব শিকদারের নেতৃত্বে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে।
এ ঘটনায় তিনি সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত তায়েব শিকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি একজন ছাত্রলীগ কর্মী। আমি স্বেচ্ছাসেবক হিসেবে সামাজিক কর্মকাণ্ড করি। আমি চেয়ারম্যান সাহেবকে সম্মান করি। তার বাড়িতে নিয়মিত যাতায়াত করি। আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। সেখানে সিসি টিভি ক্যামেরা রয়েছে। সেগুলো যাচাই করলেই সব পরিষ্কার হওয়া যাবে। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, গুলি ছুড়ে হত্যাচেষ্টার ঘটনায় থানায় একটি অভিযোগ নেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।