1. [email protected] : admin :
  2. [email protected] : News Editor : News Editor
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

সিলেট নগরীতে জলাবদ্ধতা, রাস্তা অবরোধ-সংঘর্ষ

সিলেট ব্যুরো
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১০ বার সংবাদ দেখেছেন
সিলেট নগরীতে জলাবদ্ধতা, রাস্তা অবরোধ-সংঘর্ষ
সিলেট নগরীতে জলাবদ্ধতা, রাস্তা অবরোধ-সংঘর্ষ

বুধবার সকালের বৃষ্টিতে টইটুম্বুর সিলেট নগরী। বৃষ্টির পরই নগরীর নিম্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। ডুবে যায় অনেক রাস্তাঘাট, বাসাবাড়ি, দোকানপাটও। এরই জের ধরে রাস্তা অবরোধ, দুই পক্ষের সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে বেশ কয়েকজন আহতও হয়েছেন।

এদিকে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে সড়কে কাজ করায় নগরীর কুমারগাঁও-বাদাঘাট সড়ক অবরোধ করেন স্থানীয় জনতা। মইয়াছড়া, নয়া খুরুমকলা, নাজিরেরগাঁও শিমুলতলা এলাকাবাসী রাস্তায় নেমে প্রতিবাদ করেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

স্থানীয়রা জানান, কুমারগাঁও-বাদাঘাট সড়কে ৪ লেনের কাজ চলছে। এতে খুঁড়ে রাখা রাস্তার মাটিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। পানি ঢুকে পড়ে আশপাশের বাড়িঘরে। এ নিয়ে স্থানীয় লোকজন দ্বিধাবিভক্ত হয়ে সংঘর্ষে লিপ্ত হন। বেলা ২টা থেকে প্রায় ৪টা পর্যন্ত চলা এ সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ঘটনাস্থলে ছুটে যান। নির্বাচিত হলে প্রথমেই তিনি জলাবদ্ধতা নিরসনের কাজে হাত দেবেন বলে আশ্বস্ত করেন তিনি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন