1. [email protected] : admin :
  2. [email protected] : News Editor : News Editor
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন

ঢাকা-১৭ ও চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা

বাংলার মুখ বিডি ২৪ ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১১ বার সংবাদ দেখেছেন
ঢাকা-১৭ ও চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা
ঢাকা-১৭ ও চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে মেজর (অব.) সিকদার আনিছুর রহমান এবং চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে মো. সামসুল আলমকে দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি।

বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এই দুই আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়।

জাপার চেয়ারম্যান জি এম কাদেরের সভাপতিত্বে মঙ্গলবার মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, অ্যাডভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, এটিইউ তাজ রহমান,  ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া।

আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৫ মে ৭৫ বছর বয়সে চিত্রনায়ক ও সংসদ সদস্য ফারুকের মৃত্যু হলে ঢাকা-১৭ আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

আগামী ৩০ জুলাই চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের মৃত্যুতে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-খুলশী-কাতালগঞ্জ) আসনটি শূন্য হয় গত ২ জুন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন