1. [email protected] : admin :
  2. [email protected] : News Editor : News Editor
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন

দেশের অর্ধকোটি মানুষ অনলাইন জুয়ায় জড়িয়ে গেছে: পলক

সাংবাদিক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৩৭ বার সংবাদ দেখেছেন

ডেস্ক///  ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের প্রায় অর্ধ কোটি মানুষ অনলাইন জুয়ায় জড়িত। তবে এরই মধ্যে সমাজে মারাত্মক ব্যাধি হয়ে ওঠা এই জুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও আশ্বাস দেন তিনি।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেছেন, দেশের প্রায় অর্ধকোটি মানুষ অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে গেছে। তবে প্রতিনিয়ত এসব জুয়ার সাইট বন্ধ করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা দুই হাজার ৬০০টির মতো জুয়ার সাইট বন্ধ করেছি। মোবাইল অ্যাপগুলোও প্রতিনিয়ত বন্ধ করা হচ্ছে। এটি নিয়মিত কার্যক্রম।

সোমবার (২৪ জুন) বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুঁইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

পলক বলেন, মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে যে অনলাইন জুয়া খেলা হয় সেটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। অনলাইন জুয়ায় মারাত্মক ঝুঁকির মধ্যে বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা। এমনকি অনেক বয়স্ক এবং অবসরপ্রাপ্তরাও এসবের সঙ্গে জড়িত হচ্ছেন। আমরা বিভিন্ন বিশ্লেষণের মাধ্যমে দেখেছি প্রায় ৫০ লাখ মানুষ অবৈধ জুয়ার সাইটগুলোর সঙ্গে জড়িয়ে গেছে।

সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত সফরের সময় দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এই সফরে আমাদের দুটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। একটি হচ্ছে ভিশন পার্টনারশিপ ডকুমেন্টস ফর ডিজিটাল পার্টনারশিপ। যেটা ভারতে ‘বিকশিত ভারত-২০৪৭’ হিসেবে পরিচিত। এর আওতায় ভারত ২০৪৭ সালের মধ্যে উন্নত, উচ্চ-আয়ের দেশ হতে চায়। আর প্রধানমন্ত্রীর ভিশন হচ্ছে ২০৪১ সালের মধ্যে স্মার্ট ও উন্নত বাংলাদেশ তৈরি করা। এ জন্য দরকার উন্নত প্রযুক্তি। দুই দেশ এসব বিষয়ে একসঙ্গে কাজ করব। সেজন্য ভিশন পার্টনারশিপ ডিজিটাল ডকুমেন্টস সই করেছি।

জুনাইদ আহমেদ পলক আরও জানান, ভারতের স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ইসরো) সঙ্গেও কাজ করবে বাংলাদেশ। যৌথভাবে একটি ছোট স্যাটেলাইট তৈরি করা হবে, যেখানে ভারত প্রায় ৫০ কোটি টাকার মতো অনুদান দেবে। আর বাংলাদেশ থেকে প্রায় ৫০ জন ছেলেমেয়েকে এ কাজে লাগানো হবে, যারা ইসরো ভিজিট করবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন