1. [email protected] : admin :
  2. [email protected] : News Editor : News Editor
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন

নেপালে বিমান দুর্ঘটনা, নিহত ১৮

সাংবাদিক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ৯৫ বার সংবাদ দেখেছেন

ডেস্ক/// নেপালে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে ১৯ জন আরোহী ছিলেন।

বিমানটি কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল। বিমানে শুধু টেকনিক্যাল কর্মীরা ছিলেন। বিমানটি সূর্য এয়ারলাইন্সের।

স্থানীয় সময় বুধবার (২৪ জুলাই) সকালে রাজধানী কাঠমান্ডু থেকে উড্ডয়নের সময় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

বিমানবন্দরের নিরাপত্তা প্রধান অর্জুন চাঁদ ঠাকুরি জানিয়েছেন, রক্ষণাবেক্ষণের জন্য বিমানটিতে করে পোখারা শহরে যাচ্ছিলেন দুই ক্রু এবং ১৭ জন প্রযুক্তিবিদ।

বিমানবন্দরে নিয়োজিত এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, বিমানের পাইলটকে আহত অবস্থায় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

টেলিভিশনে প্রকাশিত ফুটেজে দমকলকর্মীদের আগুন নেভানোর চেষ্টা করতে এবং ঘন কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা গেছে।

দুর্বল বিমান নিরাপত্তা রেকর্ডের জন্য বারবার সমালোচিত হয়েছে নেপাল। দেশটিতে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছিল ১৯৯২ সালে। তখন একটি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস এয়ারবাস কাঠমান্ডুর কাছে যাওয়ার সময় পাহাড় বিধ্বস্ত হয়। এতে ১৬৭ জন নিহত হন।

২০২৩ সালের জানুয়ারিতে ইয়েতি এয়ারলাইন্সের একটি দুর্ঘটনায় কমপক্ষে ৭২ নিহত হন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন