1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৪:১০ অপরাহ্ন

স্কুল-কলেজ খুলেছে, তবে শিক্ষার্থী উপস্থিতি কম

সাংবাদিক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৮৩ বার সংবাদ দেখেছেন

ডেস্ক/// কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় দীর্ঘ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার (৬ আগস্ট) থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (৫ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানায়।

এই নির্দেশনার পর মঙ্গলবার (৬ আগস্ট) সকালে রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠান খুলতে শুরু করে। তবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী উপস্থিতি একেবারেই কম।

রাজধানীর মোহাম্মদপুর এলাকা কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. রহমত উল্লাহ্ বলেন, প্রতিষ্ঠান খোলা। ছাত্রীরাও এসেছে, তবে উপস্থিতি কম। দুয়েকদিনের মধ্যে উপস্থিতি বেড়ে যাবে।

সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেন। রাতে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত ১২টা হতে আগামীকাল মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। আগামীকাল মঙ্গলবার সকাল হতে বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় গত ১৬ জুলাই রাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সব বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশনা দেয়।

পরদিন শিক্ষা মন্ত্রণালয় গত ১৭ জুলাই থেকে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। ১৮ জুলাই থেকে দেশের আট বিভাগীয় শহরের সিটি কর্পোরেশনের এলাকাভূক্ত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন