1. [email protected] : admin :
  2. [email protected] : News Editor : News Editor
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন

মধ্যাহ্নভোজের আগে দাপুটে টাইগার বোলাররা

সাংবাদিক
  • আপডেট সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৭৮ বার সংবাদ দেখেছেন

জ্যেষ্ঠ প্রতিবেদক: শেষ দিনের শুরুটা উইকেট দিয়ে শুরু হতে পারতো বাংলাদেশের। তবে লিটন দাসের ক্যাচমিসের কারনে বাবর আজমের উইকেট হাতছাড়া করে টাইগাররা। যদিও তার খুব বেশি একটা প্রভাব পড়তে দেয়নি সফরকারীরা।

লাঞ্চ বিরতির আগে রীতিমতো জ্বলে উঠেছেন বাংলাদেশের বোলাররা।

১ উইকেটে ২৩ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করেছিলো পাকিস্তান। সেখান থেকে লাঞ্চ বিরতির আগে ৬ উইকেট হারিয়ে হারের শঙ্কায় আছে পাকিস্তান।

 

দিনের দ্বিতীয় ওভারেই পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে লিটন দাসের ক্যাচে পরিণত করেন হাসান মাহমুদ। তবে নাহিদ রানার বলে বোল্ড হয়ে ফিরেছেন বাবর আজম। পরের ওভারেই সাকিবের বলে স্টাম্পড হয়েছেন প্রথম ইনিংসে ১৪১ রান করা সৌদি শাকিল। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার শূন্য রানে ফিরেছেন তিনি।

এক প্রান্তে দেখেশুনে খেলছিলেন আবদুল্লাহ শফিক। তবে হঠাৎ সাকিবকে বড় শট খেলতে গিয়ে উইকেট দিয়েছেন এই ওপেনার। সাকিবের দুই উইকেট শিকারের পর আঘাত করেন মেহেদি হাসান মিরাজ।

তার বলে স্লিপে সাদমান ইসলামের হাতে সালমান আগা ক্যাচ দিলে এলোমেলো হয়ে যায় পাকিস্তানের ব্যাটিং।

এতে করে মধ্যাহ্নভোজের আগে ৬ উইকেটে ১০৮ রান করে বিরতিতে গেছে পাকিস্তান। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে এখনো ৯ রানে পিছিয়ে তারা। রিজওয়ান ২২ রান নিয়ে এবং শাহিন আফ্রিদি ১ রান নিয়ে ব্যাটিং করছেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন