নিজস্ব প্রতিবেদক:
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এর আগ্রাবাদ শাখা, তার শ্রেণীবদ্ধ বিনিয়োগের ১০০ কোটি টাকা উদ্ধার করেছে। ৩ নভেম্বর, ২০২৪ রবিবার আগ্রাবাদ শাখায় “সেলিব্রেটিং দ্য রিকভারি পারফরমেন্স” শীর্ষক একটি কর্মক্ষমতা মূল্যায়নের আয়োজন করা হয়।
রবিবার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অগ্রাবাদ শাখার ১০০ কোটি টাকা খেলাপী বিনিয়োগ দায় আদায় উপলক্ষ্যে আয়োজিত অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ার। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক মোঃ শাহিন উল ইসলাম, মোঃ আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ডঃ মোহাম্মদ আবু ইউসুফ ও মোহাম্মদ আসরাফুল হাসান এফসিএ।
এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম জোনের মেন্টর মোঃ ফজলুর রহমান চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম জোনাল হেড মোহাম্মদ আজম, আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক মোঃ শোয়েব ইসলাম চৌধুরীসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।