ডেস্ক//রংপুর ও সিলেট বিভাগের বেশকিছু এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপ পশ্চিম বঙ্গ এবং তার আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে শেষ রাত থেকে ভোর পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজশাহী ও খুলনা বিভাগের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে আকাশ মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। ওই দিনও শেষ রাত থেকে ভোর পর্যন্ত হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে।
শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার (২৩ ফেব্রুয়ারি)। ওই দিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় শিলা বৃষ্টিসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রাও ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে।