আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনে চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে সবাইকে তৃতীয় বিশ্বযুদ্ধের বিষয়ে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, ট্রাম্প আশ্বস্ত করেছেন যে, তিনি ক্ষমতায় থাকলে এ যুদ্ধ ঠেকিয়ে দেবেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের মিয়ামিতে এফআইআই প্রায়োরিটি সামিটে বক্তৃতাকালে তিনি বলেছেন, “তৃতীয় বিশ্বযুদ্ধে কারো লাভ হবে না। কিন্তু, আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে খুব বেশি দূরে নেই।”
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এখন ক্ষমতায় থাকলে বিশ্বযুদ্ধ হতো বলেও মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।