1. [email protected] : admin :
  2. [email protected] : News Editor : News Editor
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪১ অপরাহ্ন

১৮ নয়, টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স ২৫: স্বাস্থ্য অধিদপ্তর

সাংবাদিক
  • আপডেট সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২৭ বার সংবাদ দেখেছেন

নিজস্ব প্রতিবেদক | স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেছেন, ১৮ বছর বয়সীদের অনেকের আইডি কার্ড নেই। এতে বিশৃঙ্খলা তৈরি হবে। তাই টিকার বয়সসীমা ১৮ না করে ২৫ নির্ধারণ করা হয়েছে।            শুক্রবার (৬ আগস্ট) বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনস (বিসিপিএস) এর সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।                                                                                                                                                           স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, যারা আগে রেজিস্ট্রেশন করেছেন, তারা যেখানে কেন্দ্র নির্ধারণ করেছেন সেখানে টিকা নেবে। ক্যাম্পেইনের টিকাদান আলাদাভাবে পরিচালিত হবে।                                                                                                                তিনি আরও বলেন, যেকোনো ভ্যাকসিনেশন কার্যক্রম সুনির্দিষ্টভাবে প্রদানে পরিকল্পনা করা সম্ভব হয় না। আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী পরিকল্পনা তৈরি করেছি। দেশে টিকার ঘাটতি থাকলেও সবাইকে টিকা প্রদানে সরকার বদ্ধপরিকর। এখন পর্যন্ত ১ কোটি ৯৯ হাজারের অধিক মানুষকে প্রথম ডোজ দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন